গত ৩০ নভেম্বর ২০২৪ তারিখে, রোশ বাংলাদেশ “Identifying Cancer (Lymphoma) Management Gaps in Bangladesh” শীর্ষক একটি “পলিসি ডায়লগ”-এর আয়োজন করে । সরকারী কর্মকর্তা, খ্যাতিমান রক্তরোগ বিশেষজ্ঞ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ সকল অংশীজনদের অংশগ্রহনে এই ডায়লগ অনুষ্ঠিত হয়। এই আলোচনার লক্ষ্য ছিল বাংলাদেশে ক্যান্সারের ব্যবস্থাপনার উন্নতি এবং এর সাথে কি কি পদক্ষেপ গ্রহণ করা দরকার বিশেষ করে diffuse large B-cell lymphoma (DLBCL) রোগীদের কীভাবে আরও উন্নত চিকিৎসার আনা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট) ডাঃ জয়নাল আবেদীন টিটু এবং ডাঃ শাহ আলী আকবর আশরাফী, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), ময়মনসিংহ সংলাপে উপস্থিত ছিলেন। ডাঃ আশরাফী বাংলাদেশে ক্যান্সার রোগীদের একটি সমন্বিত ডেটাবেজের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি এই জাতীয় ডেটাবেজ প্রতিষ্ঠার জন্য হাসপাতাল এবং বেসরকারি খাতের সাথে যৌথভাবে কাজ করার কথা বলেন। রোগীদের চিকিৎসার সুযোগ নিশ্চিত করার জন্য সরকারকে অনুরোধ করতে সরকারী হাসপাতাল এবং তাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কীভাবে অগ্রণী ভূমিকা নিতে হবে, তা ডাঃ টিটু তুলে ধরেন। তিনি আরও বলেন যে হিমোফিলিয়া রোগীদের চিকিৎসা নিশ্চিত করার যাত্রাকে DLBCL রোগীদের মানসম্পন্ন চিকিৎসা দেওয়ার উদাহরণ হিসাবে নেওয়া যেতে পারে।
ব্লাড ক্যান্সার ও রক্তরোগ বিশেষজ্ঞ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হেমাটোলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডাঃ এ বি এম ইউনুস ও ল্যাব এইড ক্যান্সার হাসপাতালের রক্তরোগ ও বি এম টি বিভাগের বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ. এফ. মহিউদ্দিন খান, বাংলাদেশে ক্যান্সার ব্যবস্থাপনার বর্তমান চিত্র সাথে চ্যালেঞ্জ ও তা মোকাবিলায় করণীয় সম্পর্কে তুলে ধরেন। তাঁরা বলেন, তাদের রোগীদেরকে চিকিৎসার ব্যয় বহন করতে কত বোঝা মোকাবেলা করতে হয় এবং কীভাবে এই রোগীদের জন্য সরকার এগিয়ে আসতে পারে তাও তুলে ধরেন। তারা আরও বলেন যে যারা দেশে চিকিৎসা নেওয়ার আর্থিক সামর্থ্য রাখে তারা চিকিৎসা নিতে দেশের বাইরে চলে যান কারণ তারা দেশে যে উন্নত চিকিৎসাব্যবস্থা আছে তা সম্পর্কে অবগত নয়। তাই, তারা ব্যাপকভাবে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর বিশেষ জোড় দেন এবং পাশাপাশি বেসরকারি খাত সরকারকে কীভাবে এটি করতে সহায়তা করতে পারে সে সম্পর্কে আলোকপাত করেন।
রোশ বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার, মার্ক হীব বলেন যে কীভাবে স্বাস্থ্যসেবাতে উদ্ভাবনের পাশাপাশি, রোশ নিবেদিত আছে যে কীভাবে মূল অংশীজন্দের সাথে অংশীদারিত্ব রোগীদের চিকিৎসার সাহায্য পেতে সহায়তা করতে পারে। তিনি আরও উল্লেখ করেছেন যে কীভাবে সরকার ইতিমধ্যে বিরল এবং জটিল রোগের বোঝা উপলব্ধি করছে। মার্ক হীব আরও বলেন যে, সরকার, ডাক্তার এবং বেসরকারী খাতের একটি সহযোগিতামূলক সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন লিম্ফোমা চিকিৎসা নিশ্চিত করতে।
রোশ বাংলাদেশ লিমিটেডের এক্সেস ও পলিসি বিভাগের প্রধান ডাঃ মফিজুল ইসলামবুলবুল এই আলোচনার সঞ্চালনা করেন এবং হেড অব ইন্টিগ্রেটেড স্ট্র্যাটেজি, ওয়াহিদুজ্জামান সংলাপের সমাপনি বক্তব্য প্রদান করেন। সংলাপে হেমাটোলজি বিশেষজ্ঞ এবং ব্যক্তিখাতের বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইট এর তথ্য বাংলাদেশের রোগীদের প্রয়োজন বিবেচনা করে প্রদান করা হয়েছে এবং এতে এমন পণ্যের বিবরণ বা তথ্য থাকতে পারে যা আপনার দেশের জন্য প্রযোজ্য নাও হতে পারে। আপনি যদি এমন কোন দেশ থেকে এই তথ্যগুলো দেখে থাকেন, যা আপনার দেশের স্থানীয় আইন, নিয়ন্ত্রক সংস্থা, নিবন্ধন বা ব্যবহার প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেক্ষেত্রে রোশ বাংলাদেশ দায়বদ্ধ নয়। অনুগ্রহ করে মনে রাখবেন যে, এই সাইট/পেইজের তথ্য মেডিকেল পরামর্শ হিসাবে বিবেচিত নয় এবং কোন চিকিৎসকের সাথে পরামর্শ করার বিকল্প হিসাবেও ব্যবহার করা যাবেনা । আমরা কোন ব্যাক্তির চিকিৎসা পরিচালনা বিষয়ক প্রশ্নের উত্তর দিতে অপারগ। এ ব্যাপারে আপনার চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত। আমরা এই ওয়েবসাইট/পেইজের মাধ্যমে পণ্য সম্পর্কিত প্রশ্নেরও উত্তর দিতে অপারগ। এই সাইটটি পণ্যের প্রচার/বাণিজ্যিক উদ্দেশ্যেও তৈরি নয়। রোশ বাংলাদেশের লিখিত সম্মতি ছাড়া এই সাইটের তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা বৈধ নয়।