bn

আইনি বিবৃতি

যদিও রোশ সঠিক এবং নতুন নতুন তথ্য অন্তর্ভুক্ত করার জন্য সর্বদা সচেষ্ট, তবুও আমরা এই ওয়েবসাইটে প্রদত্ত তথ্যের যথার্থতা বা সম্পূর্ণতা সম্পর্কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও বিবৃতি বা নিশ্চয়তা দিচ্ছি না এবং এই সাইট বা এর সাথে সম্পর্কযুক্ত যেকোনো সাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদের কোনও দায় থাকবে না । রোশ এই সাইটটি যেকোনও সময় বিনা নোটিশে পরিবর্তন করতে পারে তবে এটি আপডেট করার জন্য দায়বদ্ধ নয় । সকল ব্যবহারকারী এই ওয়েবসাইট এবং এর সাথে সম্পর্কযুক্ত যেকোনো ওয়েবসাইটে সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে প্রবেশ করবেন এবং তথ্যসমূহ ব্যবহার করবেন । এই ওয়েবসাইট বা এর সাথে সম্পর্কযুক্ত কোনও ওয়েবসাইটে আপনার প্রবেশ ও ব্যবহারের ফলে উদ্ভূত প্রত্যক্ষ বা পরোক্ষ যেকোনো আনুষঙ্গিক ঝুঁকি থাকলে এবং এই ওয়েবসাইট বা এই সাইট থেকে লিঙ্ক করা কোনো ওয়েবসাইট ব্যবহার করতে অসমর্থ হলে বা এর বিষয়বস্তুতে কোনো ত্রুটি বা কিছু উহ্য থাকলে, রোশ বা এই ওয়েবসাইটটি তৈরি বা প্রচারের সাথে জড়িত অন্য কোন পক্ষ, কোনভাবেই দায়বদ্ধ থাকবে না ।

এই ওয়েবসাইটে প্রদত্ত তথ্য রোশ এর কোনো সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় বা কোন লেনদেনের জন্য প্রস্তাবনা বা অনুরোধ হিসেবে বিবেচিত হবে না । বিনিয়োগ সিদ্ধান্তের জন্য বিনিয়োগকারীদের এখানে প্রদত্ত তথ্যের উপর নির্ভর করা অনুচিত ।

এই ওয়েবসাইটে দূরদর্শী তথ্য থাকতে পারে। এই ধরনের তথ্যে বৈজ্ঞানিক, ব্যবসায়িক, অর্থনৈতিক এবং আর্থিক ক্ষেত্র সহ বিভিন্ন রকমের অনিশ্চত বিষয় থাকে, যার ফলে প্রকৃত ফলাফলগুলো বিদ্যমান ফলগুলোর থেকে উল্লেখযোগ্যভাবে ভিন্ন হতে পারে।

তৃতীয় পক্ষের ওয়েবপেজের লিঙ্কগুলি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য প্রদান করা হয়েছে। এ ধরনের কোনো ওয়েবপেজের বিষয়বস্তুর উপর আমাদের কোনো মতামত বা বিবৃতি নেই এবং উল্লেক্ষিত সকল তথ্য এবং সেগুলোর ব্যবহারের ক্ষেত্রে আমাদের কোনোরূপ দায়বদ্ধতা নেই।

উল্লেখিত সকল ট্রেডমার্ক রোশ গ্রুপের কোন একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন বা লাইসেন্সপ্রাপ্ত।

রোশ এর ওয়েবসাইট এবং এতে উল্লেখিত সকল তথ্য এবং সংযুক্তি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে দেয়া হয়েছে । যেকোনো তথ্যের পুনঃপ্রকাশ, পুনঃপ্রচার বা অন্যান্য ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ । এই ওয়েবসাইটে থাকা যেকোনো তথ্য পুনরায় ব্যবহারের জন্য অনুমতি নিতে যোগাযোগ করুন

এই ওয়েবসাইট এর তথ্য বাংলাদেশের রোগীদের প্রয়োজন বিবেচনা করে প্রদান করা হয়েছে এবং এতে এমন পণ্যের বিবরণ বা তথ্য থাকতে পারে যা আপনার দেশের জন্য প্রযোজ্য নাও হতে পারে। আপনি যদি এমন কোন দেশ থেকে এই তথ্যগুলো দেখে থাকেন, যা আপনার দেশের স্থানীয় আইন, নিয়ন্ত্রক সংস্থা, নিবন্ধন বা ব্যবহার প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেক্ষেত্রে রোশ বাংলাদেশ দায়বদ্ধ নয়। অনুগ্রহ করে মনে রাখবেন যে, এই সাইট/পেইজের তথ্য মেডিকেল পরামর্শ হিসাবে বিবেচিত নয় এবং কোন চিকিৎসকের সাথে পরামর্শ করার বিকল্প হিসাবেও ব্যবহার করা যাবেনা । আমরা কোন ব্যাক্তির চিকিৎসা পরিচালনা বিষয়ক প্রশ্নের উত্তর দিতে অপারগ। এ ব্যাপারে আপনার চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত। আমরা এই ওয়েবসাইট/পেইজের মাধ্যমে পণ্য সম্পর্কিত প্রশ্নেরও উত্তর দিতে অপারগ। এই সাইটটি পণ্যের প্রচার/বাণিজ্যিক উদ্দেশ্যেও তৈরি নয়। রোশ বাংলাদেশের লিখিত সম্মতি ছাড়া এই সাইটের তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা বৈধ নয়।

যোগাযোগওয়ার্ল্ডওয়াইডlinkedinfacebooktwitterinstagramyoutubeফার্মাকোভিজিল্যান্সরোশ পরিচিতিঔষধক্যারিয়ারপারসোনালাইজ্‌ড হেলথকেয়ারগোপনীয়তা নীতিমালাআইনি বিবৃতিকুকি নীতি | রোশ বাংলাদেশ লিমিটেড