এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সবার নিম্নোক্ত বিষয়গুলো জানা আবশ্যক।
বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO: World Health Organizanization) মতে Pharmacovigilance হল ঔষধের বিরূপ প্রতিক্রিয়া সনাক্তকরণ, মূল্যায়ন, অনুধাবন এবং প্রতিরোধ বা অন্য কোন ঔষধ সংক্রান্ত সমস্যার সাথে সংশ্লিষ্ট বিজ্ঞান ও কার্যক্রম।1
Pharmacovigilance-এর উদ্দেশ্য হল ঔষধ ব্যবহারে সতর্ক হওয়া এবং ঔষধের নতুন/সম্ভাব্য বিরূপ প্রতিক্রিয়া চিহ্নিত করার মাধ্যমে রোগীর নিরাপত্তা নিশ্চিত করা।