bn

Perjeta (pertuzumab)

এই পেইজের তথ্য মেডিকেল পরামর্শ হিসাবে বিবেচিত নয় এবং কোন চিকিৎসকের সাথে পরামর্শ করার বিকল্প হিসাবেও ব্যবহার করা যাবেনা ।

Perjeta is a medicine that targets the HER2 receptor, which is designed specifically to prevent the HER2 receptor from pairing with other HER receptors on the surface of cancer cells. Binding of Perjeta to HER2 may also signal the body’s immune system to destroy the cancer cells. The mechanisms of action of Perjeta and Herceptin (trastuzumab) are believed to complement each other and provide a more comprehensive dual blockade of HER signaling pathways, thus preventing tumor cell growth and survival.1

In Bangladesh Perjeta is approved for the following indications.2

Perjeta is indicated in combination with Herceptin and docetaxel for patients with HER2-positive metastatic or locally recurrent unresectable breast cancer, who have not received previous anti-HER2 therapy or chemotherapy for their metastatic disease

Perjeta is indicated in combination with Herceptin and chemotherapy for the:

  • neoadjuvant treatment of patients with HER2-positive, locally advanced, inflammatory, or early stage breast cancer (either >2 cm in diameter or node positive) as part of a complete treatment regimen for early breast cancer (see Dosage and Administration and Clinical Studies).

  • adjuvant treatment of patients with HER2-positive early breast cancer at high risk of recurrence (see 3.1.2 Clinical Studies)

For more disease and medicine related queries you may discuss with your physician.

In Bangladesh Perjeta is available as

Vials 420 mg/14 ml

স্তন ক্যান্সারের বিরুদ্ধে বিজয়

বাংলাদেশে রোশ এর ঔষধ এর অনুমোদিত আমদানিকারক এবং পরিবেশক। ঔষধ এর গুণগত মান কঠোর ভাবে নিশ্চিত করতে, রেডিয়েন্ট তাপমাত্রা নিয়ন্ত্রিত সরবরাহ ব্যবস্থা করে থাকে।

রোগীর সুরক্ষা এবং ঔষধের গুণগত মান নিশ্চিত করার জন্য, আমরা জোরালোভাবে পরামর্শ দিয়ে থাকি যে, কেনার আগে অবশ্যই ভালভাবে দেখে নেবেন যে প্রতিটি ঔষধে Roche Hologram Sticker, আছে কিনা এবং DGDA অনুমোদিত DAR (Drug Administration Registration) Number আছে কিনা। অন্য কোন উৎস থেকে প্রাপ্ত ঔষধ এর দায় রেডিয়েন্ট বা রোশ বাংলাদেশ এর কেউই গ্রহণ করবে না।

References

  1. Global Website: Products – Perjeta. [Internet; cited 2018, November 08]. Retrieved from https://www.roche.com/products/product-details.htm?productId=8197b6d7-c981-4418-aafa-e50356ea0f36

  2. Perjeta Product Information BD Ro 436-8451 December 2020

ডাউনলোড

Perjeta Product Information _ December 2020

আরো দেখুন

যোগাযোগ

এই ওয়েবসাইট এর তথ্য বাংলাদেশের রোগীদের প্রয়োজন বিবেচনা করে প্রদান করা হয়েছে এবং এতে এমন পণ্যের বিবরণ বা তথ্য থাকতে পারে যা আপনার দেশের জন্য প্রযোজ্য নাও হতে পারে। আপনি যদি এমন কোন দেশ থেকে এই তথ্যগুলো দেখে থাকেন, যা আপনার দেশের স্থানীয় আইন, নিয়ন্ত্রক সংস্থা, নিবন্ধন বা ব্যবহার প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেক্ষেত্রে রোশ বাংলাদেশ দায়বদ্ধ নয়। অনুগ্রহ করে মনে রাখবেন যে, এই সাইট/পেইজের তথ্য মেডিকেল পরামর্শ হিসাবে বিবেচিত নয় এবং কোন চিকিৎসকের সাথে পরামর্শ করার বিকল্প হিসাবেও ব্যবহার করা যাবেনা । আমরা কোন ব্যাক্তির চিকিৎসা পরিচালনা বিষয়ক প্রশ্নের উত্তর দিতে অপারগ। এ ব্যাপারে আপনার চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত। আমরা এই ওয়েবসাইট/পেইজের মাধ্যমে পণ্য সম্পর্কিত প্রশ্নেরও উত্তর দিতে অপারগ। এই সাইটটি পণ্যের প্রচার/বাণিজ্যিক উদ্দেশ্যেও তৈরি নয়। রোশ বাংলাদেশের লিখিত সম্মতি ছাড়া এই সাইটের তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা বৈধ নয়।

যোগাযোগওয়ার্ল্ডওয়াইডlinkedinfacebooktwitterinstagramyoutubeফার্মাকোভিজিল্যান্সরোশ পরিচিতিঔষধক্যারিয়ারপারসোনালাইজ্‌ড হেলথকেয়ারগোপনীয়তা নীতিমালাআইনি বিবৃতিকুকি নীতি | রোশ বাংলাদেশ লিমিটেড