bn

নকল-বিরোধী ব্যবস্থা

রোগীর নিরাপত্তা এবং ঔষুধের কার্যকারিতা নিশ্চিত করা হলো আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নকল ঔষুধ সম্পর্কে জানতে দেখুন

নকল ওষুধ ও রোগনির্ণয় সংক্রান্ত পণ্য রোগীর নিরাপত্তার ক্ষেত্রে উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করে। যে কোনো দেশে নকল পণ্য পাওয়া যেতে পারে এবং তা প্রায়শই খাঁটি পণ্যের মতো একই রকম দেখতে লাগে, সাধারণত রোগীদের জন্য তা চেনা কঠিন হয়ে যায়। রোগীরা বিশ্বাস করেন যে তারা সঠিক চিকিৎসা করাচ্ছেন, কিন্তু এতে আসলে তাদের ঝুঁকি তৈরি হয়। নকল ওষুধের মধ্যে খুব বেশি বা খুব কম সক্রিয় উপাদান থাকতে পারে বা একেবারে নাও থাকতে পারে, যা রোগীদের সঠিক চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে বাধা দেয়। আরও খারাপ বিষয় হলো, নকল পণ্যগুলো বিষাক্ত পদার্থ বা অকার্যকর প্রস্তুতির সাহায্যে তৈরি করা হয়, যার ফলে গুরুতর রোগ হতে পারে বা এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কারও ট্রেডমার্ক চুরি করে জাল করা হলো বেআইনি কার্যকলাপ, যার ফলে জনস্বাস্থ্য ও রোগীর নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর পরিণাম হয়। এই কারণে আমরা নকল পণ্যের উৎস অনুসন্ধান করতে ও সেগুলোর বিতরণ রোধ করতে সহায়তা করার জন্য সারা বিশ্বের স্বাস্থ্য কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে মিলে কাজ করার জন্য সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। Roche জনস্বাস্থ্যের জন্য এই বিশ্বব্যাপী হুমকির মোকাবিলা করতে এবং আমাদের পণ্যগুলোর বিশুদ্ধতা নিশ্চিত করতে সাহায্য করার জন্য বেশ কয়েকটি নকল-বিরোধী কৌশল নিযুক্ত করেছে৷ স্বাস্থ্যসেবা পেশাদার ও রোগীরা যাতে নিরাপদে আমাদের পণ্যগুলো ব্যবহার করতে পারেন, তার জন্য তাদের প্রয়োজনীয় তথ্য দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সকলের জন্যই নকল পণ্য চেনা ও তা এড়িয়ে চলার ক্ষেত্রে সব রকম পদক্ষেপ নেওয়া খুব গুরুত্বপূর্ণ।.

আরো দেখুন

Fighting counterfeit productsপ্রায়শই জিজ্ঞাসা করা প্রশ্ন - নকল-বিরোধী

এই ওয়েবসাইট এর তথ্য বাংলাদেশের রোগীদের প্রয়োজন বিবেচনা করে প্রদান করা হয়েছে এবং এতে এমন পণ্যের বিবরণ বা তথ্য থাকতে পারে যা আপনার দেশের জন্য প্রযোজ্য নাও হতে পারে। আপনি যদি এমন কোন দেশ থেকে এই তথ্যগুলো দেখে থাকেন, যা আপনার দেশের স্থানীয় আইন, নিয়ন্ত্রক সংস্থা, নিবন্ধন বা ব্যবহার প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেক্ষেত্রে রোশ বাংলাদেশ দায়বদ্ধ নয়। অনুগ্রহ করে মনে রাখবেন যে, এই সাইট/পেইজের তথ্য মেডিকেল পরামর্শ হিসাবে বিবেচিত নয় এবং কোন চিকিৎসকের সাথে পরামর্শ করার বিকল্প হিসাবেও ব্যবহার করা যাবেনা । আমরা কোন ব্যাক্তির চিকিৎসা পরিচালনা বিষয়ক প্রশ্নের উত্তর দিতে অপারগ। এ ব্যাপারে আপনার চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত। আমরা এই ওয়েবসাইট/পেইজের মাধ্যমে পণ্য সম্পর্কিত প্রশ্নেরও উত্তর দিতে অপারগ। এই সাইটটি পণ্যের প্রচার/বাণিজ্যিক উদ্দেশ্যেও তৈরি নয়। রোশ বাংলাদেশের লিখিত সম্মতি ছাড়া এই সাইটের তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা বৈধ নয়।

যোগাযোগওয়ার্ল্ডওয়াইডlinkedinfacebooktwitterinstagramyoutubeফার্মাকোভিজিল্যান্সরোশ পরিচিতিঔষধক্যারিয়ারপারসোনালাইজ্‌ড হেলথকেয়ারগোপনীয়তা নীতিমালাআইনি বিবৃতিকুকি নীতি | রোশ বাংলাদেশ লিমিটেড